সিলেটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত

Date: 2024-11-26
news-banner

সিলেটের শাহপরান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বিল্লাল আহমদ মুন্সী (৩৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর শাহপরান থানাধীন বাহুবল আবাসিক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বিল্লাল আহমদ মুন্সী বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি এবং সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর জয়নাল আবেদীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপরান এলাকার মঈন গ্রুপ ও টাওয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় বিরোধ মেটানোর জন্য দুই গ্রুপের মধ্যে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠকে কোনো সমাধান না আসায় রাতে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে বিল্লালসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানিয়েছেন, সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে অভিযান শুরু করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহত বিল্লালের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা পুনরায় সংঘর্ষে রূপ নিতে পারে এমন আশঙ্কায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave Your Comments