অভিজাত বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করে শাহরুখের কোটি টাকার সম্মানি

Date: 2024-10-01
news-banner

বলিউডের কিং খান শাহরুখ খান একসময় ভারতের ধনী পরিবারগুলোর বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করে প্রচুর সম্মানি আদায় করতেন। সাম্প্রতিক সময়েও সেই ধারা অব্যাহত রেখেছেন তিনি। সবশেষ, মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে পারফর্ম করতে দেখা গেছে শাহরুখকে। তার সঙ্গে ছিলেন আমির খান ও সালমান খানও। একমঞ্চে এই তিন সুপারস্টারের পারফরম্যান্স বিয়ের আয়োজনকে আরও জমকালো করে তুলেছিল।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে দাবি করেছে, এই উদ্‌যাপনে শাহরুখ তার পারফরম্যান্সের জন্য ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। বিয়ের আগের এই অনুষ্ঠানেও বলিউড বাদশাহর নাচ ছিল বিশেষ আকর্ষণ।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অভিজাত বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য শাহরুখ সাধারণত কোটি টাকা সম্মানি নিয়ে থাকেন। বলিউডে নিজের দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি এমন জমকালো পারফরম্যান্সের মাধ্যমেও তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন।


Leave Your Comments