বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, পালিয়ে গেছে প্রেমিক

Date: 2024-10-24
news-banner
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন রুমি আক্তার স্বর্ণা নামের এক তরুণী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ফুলপুর ইউনিয়নের কাকড়ারচর গ্রামে প্রেমিক সুমন দত্তের বাড়ির সামনে তাকে অনশনরত অবস্থায় দেখা যায়।

জানা গেছে, গত মঙ্গলবার (২৩ অক্টোবর) থেকে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিকার অনশনের বিষয়টি বুঝতে পেরে প্রেমিক সুমন দত্ত পালিয়ে যান। তরুণী জানান, তিনি গার্মেন্টসকর্মী এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বাসিন্দা সুমন দত্তের সঙ্গে তার পরিচয় হয় এক বছর আগে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুমন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গাজীপুরে মাস্টার বাড়ি আইডিয়াল মোড় এলাকায় একসঙ্গে বসবাস শুরু করেন স্বামী-স্ত্রী পরিচয়ে। তরুণী আরও জানান, সুমন প্রতি মাসে তার কাছ থেকে খরচের টাকা নিত এবং তিনি নিজের সর্বোচ্চ দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করেছেন।

দুদিন আগে সুমন তাকে ফোনে ডেকে বাড়ির কাছাকাছি আসতে বলেন, কিন্তু সেখানে পৌঁছানোর পর সুমন তাকে ফেলে পালিয়ে যান। বাধ্য হয়ে তিনি বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তরুণী দৃঢ়ভাবে বলেন, "আমাকে মেনে না নিলে আমি লাশ হয়ে এই বাড়ি থেকে যাব।"

ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি জানান, বিষয়টি শুনেছেন এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, "মেয়েটি এখনও ওই বাড়িতে অবস্থান করছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

প্রেমিকের পালিয়ে যাওয়ার পর এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে, এবং বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা আলোচনায় মেতে উঠেছেন।

Leave Your Comments