বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, বিয়ে না হলে আত্মহত্যার হুমকি

Date: 2024-10-21
news-banner

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় প্রেমিক নাদিম মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে গত তিন দিন ধরে অবস্থান নিয়েছেন প্রেমিকা আফরিন বেগম। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি। প্রেমিকার এমন অনড় অবস্থানের কারণে প্রেমিক নাদিম মিয়া বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে ভৈরব পৌর শহরের চণ্ডিবের উত্তর কান্দাপাড়া এলাকায়। প্রেমিক নাদিম মিয়া (২৬) স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়ার ছেলে এবং প্রেমিকা আফরিন বেগম (১৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরের মাইচপাড়া এলাকার আলমগীর মিয়ার মেয়ে। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে আফরিন প্রেমিক নাদিমের বাড়িতে এসে অবস্থান করছেন।

আফরিন বেগম জানিয়েছেন, তার সঙ্গে নাদিমের প্রেমের সম্পর্ক শুরু হয় যখন তিনি মাত্র ১১ বছর বয়সী ছিলেন। মোবাইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ হতো। নাদিম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিল, কিন্তু পরে বিয়ের বিষয়ে তার সিদ্ধান্ত বদলেছে বলে আফরিন অভিযোগ করেছেন। আফরিন আরও জানান, ২০২২ সালে তার অন্য জায়গায় বিয়ে হলেও নাদিমের কারণে তিনি সেই সংসার ত্যাগ করেছেন।

আফরিনের দাবি, তার বাবা-মা তাকে নাদিমের বাড়িতে রেখে গেছেন এবং এখন তারা তাকে আর ফিরিয়ে নেবেন না। তিনি নাদিমকে বিয়ে করার দাবিতে অনড় এবং বিয়ে না হলে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন।

এদিকে, নাদিমের বাবা শাহজাহান মিয়া জানিয়েছেন, তার ছেলে এক মাস আগে বাড়ি ছেড়ে চলে গেছে এবং তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। নাদিম তার মাকে জানিয়েছে, বন্ধুরা তাকে ব্ল্যাকমেইল করে ফাঁসিয়েছে এবং সে আত্মহত্যার কথা ভাবছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments