বিপ্লবে জীবন দেয় তরুণরা, মুরব্বিরা মেতে থাকেন পদ ভাগাভাগিতে: হাসনাত আবদুল্লাহ

Date: 2024-11-16
news-banner

রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) শিক্ষা অধিকার সংসদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, "বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগিতে মেতে উঠেন।" শনিবার (১৬ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ সভায় তিনি এমন মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, "ছাত্র ও জনতার অভ্যুত্থানে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন, তখন বুদ্ধিজীবীরা প্রতিটি প্রশ্নের বিনিময়ে সুবিধা নিয়েছেন।" তিনি অভিযোগ করেন, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনকে একজনের একক অবদান হিসেবে উপস্থাপন করার চেষ্টা চলছে, যা ইতিহাস বিকৃতির শামিল।

তিনি আরও বলেন, "তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয়, তারা এবার ইতিহাস সৃষ্টি করেছেন। তাই পাঠ্যপুস্তকে যার যে অবদান রয়েছে, তা যথাযথভাবে তুলে ধরতে হবে।" শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে তরুণদের মধ্যে বিরক্তি তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

হাসনাত বলেন, "তরুণ প্রজন্ম আজ নতুন ইতিহাস রচনা করছে। তাদের অর্জনকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। জাতীয় অর্জনগুলোকে কোনো ব্যক্তি বা পরিবারের একক মালিকানা হিসেবে দেখানোর প্রবণতা বন্ধ করতে হবে।"

আলোচনা সভায় বক্তারা তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ভূমিকা এবং ইতিহাসের সঠিক উপস্থাপনার ওপর জোর দেন। তরুণদের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave Your Comments