বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় রাজধানীতে ব্যাপক জনসমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোভাযাত্রাটি বিকেল সাড়ে ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।
বিএনপি প্রতি বছর ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে থাকে, তবে কর্মদিবসের কারণে এ বছর শোভাযাত্রাটি ৮ নভেম্বর পালন করা হয়। শোভাযাত্রা উপলক্ষ্যে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে একটি অস্থায়ী মঞ্চ স্থাপন করা হয়, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন এবং শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তারেক রহমান বলেন, “আজকের শোভাযাত্রা দেশের স্বার্থ রক্ষার জন্য। গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই। আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।”
শোভাযাত্রার সমাপনী বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল জনসমাগম ও অংশগ্রহণের জন্য নেতাকর্মী এবং উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আজ আমরা নতুন করে শপথ নিয়েছি জাতির স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অন্যান্য নেতারা শোভাযাত্রায় বক্তব্য দেন। শোভাযাত্রায় ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা অংশ নেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অতি দ্রুত সংস্কার করে অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যেন জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়।”