শাবনূরের জন্মদিন আজ: চলচ্চিত্রের ‘রাতের আলো’কে ভক্তদের শুভেচ্ছা

Date: 2024-12-17
news-banner

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজী শারমিন নাহিদ নূপুর, যিনি শাবনূর নামে সর্বাধিক পরিচিত, আজ ১৭ ডিসেম্বর তার জন্মদিন উদযাপন করছেন। বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর তার অসাধারণ অভিনয় ও অসংখ্য ব্যবসাসফল ছবির মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।

শাবনূরের জন্ম ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে। পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর হলেও চলচ্চিত্র পরিচালক এহতেশাম তার নাম দেন ‘শাবনূর’, যার অর্থ ‘রাতের আলো’। ১৯৯৩ সালে চাঁদনী রাতে ছবির মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। যদিও ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়নি, তবে সালমান শাহের সঙ্গে তার জুটি গড়ে তোলার পর শাবনূর তারকা খ্যাতি পান।

শাবনূর অভিনীত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল স্বপ্নের ঠিকানা (১৯৯৫), শ্বশুরবাড়ি জিন্দাবাদ (২০০১), স্বামী স্ত্রীর যুদ্ধ (২০০২), ফুলের মত বউ (২০০৪), মোল্লা বাড়ির বউ (২০০৫) এবং বলবো কথা বাসর ঘরে (২০০৯)। তিনি তার অসামান্য অভিনয়ের জন্য ১০ বার মেরিল-প্রথম আলো পুরস্কার এবং ছয়বার বাচসাস পুরস্কার অর্জন করেন। ২০০৫ সালে দুই নয়নের আলো ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

শাবনূর তিন ভাইবোনের মধ্যে বড়। তার ছোট বোন ঝুমুর এবং ভাই তমাল বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী। ব্যক্তিগত জীবনে তিনি পরিবারকে প্রাধান্য দিয়ে আসছেন এবং অভিনয় থেকে কিছুটা বিরতিতে থাকলেও ভক্তদের ভালোবাসায় তিনি আজও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

প্রতিবছরের মতো এবারও শাবনূরের জন্মদিনে ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। চলচ্চিত্রাঙ্গনের তারকারাও তাকে বিশেষভাবে স্মরণ করছেন। তাদের মতে, শাবনূর শুধু একজন অভিনেত্রী নন, তিনি ঢালিউডের এক অবিস্মরণীয় অধ্যায়।

Leave Your Comments