হায়দরাবাদে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী জামিন পেলেন আল্লু অর্জুন

Date: 2024-12-13
news-banner

তেলঙ্গানা হাইকোর্ট হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেন বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চ।

গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে উপস্থিতি ঘিরে উত্তেজনা ও ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। ওই ঘটনার পর হায়দরাবাদ পুলিশ আল্লু অর্জুনসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে। অভিযোগ, তার দলের পক্ষ থেকে পুলিশের কাছে যথাযথ তথ্য সরবরাহ না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি।

শুক্রবার সকালে আল্লু অর্জুনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে সন্ধ্যা থিয়েটারের মালিকসহ আরও দু’জনকেও গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে আল্লু অর্জুন হাইকোর্টে এফআইআর খারিজের আবেদন করেন। তার আইনজীবীরা দাবি করেন, এ ঘটনায় তার কোনো সরাসরি দায় নেই। অভিনেতা গত ১১ ডিসেম্বর আদালতে একটি প্রতিবেদন দাখিল করে গ্রেপ্তার এড়ানোর আবেদন জানান।

পুলিশ পাল্টা অভিযোগে জানায়, আল্লু অর্জুন ঘটনার দিন সন্ধ্যা ৯টা ৩০ মিনিটে থিয়েটারে আসেন এবং ১৫-২০ মিনিট থিয়েটারের প্রবেশদ্বারের বাইরে অবস্থান করেন। তার আগমনের তথ্য আগে থেকে জানানো হয়নি। এতে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে পড়ে এবং নিরাপত্তা ভেঙে যায়।

আল্লু অর্জুনসহ অন্যান্য অভিযুক্তদের অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত। তবে মামলার তদন্ত এখনো চলমান।

অভিনেতা আল্লু অর্জুনের আইনজীবীরা এফআইআর খারিজের জন্য হাইকোর্টে জোরালো যুক্তি উপস্থাপন করবেন বলে জানা গেছে। অন্যদিকে, পুলিশ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছে।

এই ঘটনার ফলে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ঘিরে তৈরি উত্তেজনার পরিপ্রেক্ষিতে সিনেমা প্রেক্ষাগৃহের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

Leave Your Comments