ছবির মহরত হয়েছিল ২০২২ সালে, শুটিং শেষ হয় পরের বছর। তবে আরও এক বছর পেরিয়ে গিয়েছে, তবুও মুক্তির অপেক্ষায় রয়েছে পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ছবি ‘হাঙ্গামা ডট কম’। ইতিমধ্যে মুক্তি পেয়েছে তাঁর ‘যমালয়ে জীবন্ত ভানু’। অবশেষে শোনা যাচ্ছে, ২০২৫ সালের মার্চ মাসে মুক্তি পেতে চলেছে এই বহু প্রতীক্ষিত রম-কম ঘরানার ছবি। ছবিতে থাকছে এক জোড়া জুটি ও প্রচুর হাস্যরসের উপাদান।
ছবির মুক্তি বিলম্ব কেন?
পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় জানিয়েছেন, ছবির মুক্তির পরিকল্পনা অনেক দিন ধরেই ছিল। এমনকি ২০২৪ সালের পুজোতে মুক্তি দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু আরজি কর-কাণ্ডের কারণে সে পরিকল্পনা বাতিল করতে হয়। তারপর শীতের সময়েও একবার ছবিটি মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। তবে সেই সময় বেশ কয়েকটি বড় হিন্দি ছবি মুক্তি পাওয়ায় সে সিদ্ধান্তও পিছিয়ে দেওয়া হয়।
পরিচালকের আত্মবিশ্বাস
যদিও দেরি হলেও ছবির সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী কৃষ্ণেন্দু। তাঁর মতে, ‘হাঙ্গামা ডট কম’ একটি সপরিবারে উপভোগ করার মতো সিনেমা, যেখানে দর্শকদের বয়সের কোনও সীমাবদ্ধতা নেই। তিনি বলেন, ‘‘আমি ছবিটা নিয়ে আশাবাদী, কারণ এটা সবাই মিলে দেখার ছবি। সপরিবার দেখতে আসার ছবির মজাটা আলাদা।’’
প্রেক্ষাগৃহের সংকট এবং পরিচালক মতামত
বর্তমানে টলিপাড়ায় সিনেমা হল পাওয়া নিয়ে নানা সমস্যা দেখা যাচ্ছে। প্রভাব এবং ক্ষমতার জোরে অনেকেই হলের দখল নিচ্ছেন, এমনটাই গুঞ্জন। তবে এই বিতর্কে জড়াতে চান না পরিচালক কৃষ্ণেন্দু। তাঁর মতে, ‘‘প্রেক্ষাগৃহের সংখ্যা কত তা নয়, গুরুত্বপূর্ণ হল দর্শক ছবিটি দেখতে আসছেন কি না! যদি দর্শকদের পছন্দ হয়, তবে প্রেক্ষাগৃহের সংখ্যাও বেড়ে যাবে।’’
ছবি নির্মাণের চ্যালেঞ্জ
বর্তমানে সিনেমা নির্মাণ করা বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে, তা স্বীকার করেন কৃষ্ণেন্দু। তিনি বলেন, ‘‘আসলে ছবি তৈরির ক্ষেত্রে অনেক সমীকরণ কাজ করে। বাজেট খুব বাড়ানো যাচ্ছে না, অথচ দর্শক একটা নির্দিষ্ট মানের ছবি দেখতে চাইছেন, তাই গোটা বিষয়টাই একটু সমস্যার।’’
সব মিলিয়ে, দীর্ঘ অপেক্ষার পর আগামী বছর ‘হাঙ্গামা ডট কম’ মুক্তি পেতে চলেছে। দর্শকদের প্রতিক্রিয়াই এবার ঠিক করবে, ছবিটি কতটা সফল হবে।