আজ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মান্নার ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। তবে তার অভিনীত অসংখ্য কালজয়ী চলচ্চিত্র ও দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী আসন গেঁথে রেখেছেন তিনি।
মান্না, যার আসল নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার, ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি) আয়োজিত "নতুন মুখের সন্ধানে" কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন। এরপর টানা দুই দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে আম্মাজান, বীর সৈনিক, লুটতরাজ, কষ্ট, শান্ত কেন মাস্তান, তেজী প্রভৃতি বিশেষভাবে স্মরণীয়। আম্মাজান চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন, আর বীর সৈনিক সিনেমায় অভিনয়ের জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
আজকের দিনে তার পরিবার, সহকর্মী এবং অগণিত ভক্তরা শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছেন এই কিংবদন্তি অভিনেতাকে। ঢাকায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার স্মৃতিচারণ করে ভক্তরা শোক ও ভালোবাসা প্রকাশ করছেন।
বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তার শূন্যস্থান এখনও পূরণ হয়নি। তার অভিনয়, প্রতিভা ও সংগ্রামের গল্প নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল।