পুরনো প্রেমের উষ্ণতা নিয়ে ফিরছে ‘সিলসিলা’, বড়পর্দায় আবার অমিতাভ-রেখা-জয়ার চর্চিত সম্পর্ক

Date: 2025-02-05
news-banner

বলিউডের ইতিহাসে অন্যতম চর্চিত প্রেমকাহিনি বলতে প্রথমেই উঠে আসে অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক। যদিও রেখা একাধিকবার তাঁদের প্রেমের কথা স্বীকার করেছেন, তবে অমিতাভ কখনওই জনসমক্ষে এ বিষয়ে মুখ খোলেননি। তবুও, তাঁদের প্রেম, বিচ্ছেদ, এবং জয়া বচ্চনের সঙ্গে জটিল সম্পর্কের সমীকরণ আজও দর্শকদের মনে অমলিন।

এই আবেগের রেশ আরও একবার জাগিয়ে তুলতে বড় পর্দায় ফিরে আসছে ১৯৮১ সালের কালজয়ী সিনেমা ‘সিলসিলা’। ৭ ফেব্রুয়ারি ফের সিনেমাহলে রঙ ছড়াবেন অমিতাভ, রেখা ও জয়া।

অমিতাভ-রেখা-জয়া—এই তিন তারকার সম্পর্কের জটিলতা যেন বাস্তব থেকেই উঠে এসেছিল ‘সিলসিলা’ ছবির গল্পে। প্রেম, ত্যাগ, এবং দুঃখের মিশেলে তৈরি এই সিনেমা বহু বছর ধরেই বলিউডপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে।

শোনা যায়, এই ছবির শুটিং চলাকালীনই বাস্তব জীবনে অমিতাভ ও রেখার সম্পর্কের গুঞ্জন আরও বেশি করে ছড়িয়ে পড়ে। অমিতাভের প্রতি রেখার গভীর প্রেম ছিল স্পষ্ট, তবে জয়া বচ্চন সবসময়ই সংসার ধরে রাখার সিদ্ধান্ত নেন।

অমিতাভ ও রেখার সম্পর্কের কথা জয়া বচ্চনের কানে পৌঁছে গিয়েছিল বহু আগেই। তবে তাঁর প্রতিক্রিয়া অনেককেই অবাক করেছিল।

গুঞ্জন রয়েছে, একদিন অমিতাভ যখন বাড়িতে ছিলেন না, তখন জয়া নিজেই রেখাকে তাঁদের বাড়িতে আমন্ত্রণ জানান। রেখা ভেবেছিলেন, হয়তো তাঁকে অপমান করা হবে বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক উল্টো।

জয়া অত্যন্ত সৌজন্য ও আন্তরিকতার সঙ্গে রেখাকে স্বাগত জানান। খেতে দেন এবং বাড়ির প্রতিটি অংশ ঘুরিয়ে দেখান। কথোপকথনের এক পর্যায়ে জয়া রেখাকে স্পষ্ট জানিয়ে দেন, “আমি কখনও অমিতাভকে ছেড়ে যাব না।”

জয়ার এই বক্তব্য রেখাকে বুঝিয়ে দেয়, তিনি চাইলেও অমিতাভের সঙ্গে তাঁর সম্পর্ক বাস্তবে পরিণতি পাবে না। এরপর থেকেই ধীরে ধীরে তাঁদের দূরত্ব বাড়তে শুরু করে।

আজও যখন অমিতাভ-রেখার নাম একসঙ্গে উচ্চারিত হয়, তখন তাঁদের প্রেমের গল্প নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। আর সেই প্রেমের প্রতিচ্ছবি বহনকারী ‘সিলসিলা’ আবারও বড় পর্দায় ফিরে আসছে, যা দর্শকদের জন্য এক অনন্য নস্টালজিয়ার মুহূর্ত তৈরি করবে।

৭ ফেব্রুয়ারি, যখন ‘সিলসিলা’ আবারও বড় পর্দায় উঠবে, তখন কি সেই পুরনো প্রেমের জাদু ফের ছড়িয়ে পড়বে দর্শকমনে? উত্তর দেবে সময়!

Leave Your Comments