কালো শাড়িতে ঝড় তুললেন মিমি চক্রবর্তী, ভক্তদের উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী

Date: 2024-12-12
news-banner

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন ছবিতে আবারও ভক্তদের মনে ঝড় তুলেছেন। বুধবার সন্ধ্যায় ফেসবুকে কালো শাড়ি পরা তার ৬টি ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মাত্র দুই ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে ১০ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভক্তরা।

ছবিগুলোর কমেন্ট সেকশনে ভক্তদের নানা মজার মন্তব্যে ভরে গেছে। কেউ তাকে 'দুষ্টু কোকিল' বলে আইটেম গানে নাচতে দেখতে চেয়েছেন, আবার কেউ মিমির সৌন্দর্যের রহস্য হিসেবে তার অবিবাহিত থাকার প্রসঙ্গ তুলেছেন।

মিমি চক্রবর্তী তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। তবে ছোট পর্দার 'গানের ওপারে' ধারাবাহিকে পুপে চরিত্রে অভিনয় করে তিনি পরিচিতি লাভ করেন। এরপর ২০১২ সালে তার মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা 'বাপি বাড়ি যা' এবং 'বোঝে না সে বোঝে না' তাকে রীতিমতো সুপারস্টার বানিয়ে দেয়।

মিমি চক্রবর্তীর সর্বশেষ সিনেমা ‘তুফান’-এ বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এ সিনেমা ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছে। কালো শাড়িতে তার নতুন ফটোশুট যেন আরও একবার প্রমাণ করল, তার আকর্ষণীয় উপস্থিতি এবং ভক্তদের ভালোবাসার মেলবন্ধন কতটা শক্তিশালী।

Leave Your Comments