বলিউডে পরিচালকের ভূমিকায় অভিষেক করতে চলেছেন শাহরুখ খানের বড় ছেলে, আরিয়ান খান। তাঁর প্রথম পরিচালিত সিরিজ ‘The Ba*rds of Bollywood’** ইতিমধ্যেই ব্যাপক চর্চার কেন্দ্রবিন্দুতে। নেটফ্লিক্স আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা করেন শাহরুখ নিজেই। ছেলের কাজের ভূয়সী প্রশংসা করে ‘বাদশাহ’ বলেন, “আরিয়ান এই প্রজেক্টে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছে, আমি ওর জন্য গর্বিত।”
এই মুহূর্তে, আরিয়ান কেবল তাঁর সিরিজ নয়, ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার শিরোনামে রয়েছেন। ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বনেসি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট করেছেন, যা নিয়ে নেটপাড়ায় গুঞ্জনের শেষ নেই।
নেটফ্লিক্সের ইভেন্টের পর আরিয়ানের নতুন প্রজেক্টকে সমর্থন জানিয়ে লারিসা লেখেন— "পুরো আগুন! এই মুহূর্তে সবচেয়ে প্রতীক্ষিত শো। যেটা বানিয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠ ও এক নম্বর, জিনিয়াস, এক ও অদ্বিতীয়— আরিয়ান খান।"
এই পোস্টের পর থেকেই অনেকে মনে করছেন, এটি শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা নয়, বরং নিজেদের সম্পর্ককে একপ্রকার প্রকাশ্যেই সিলমোহর দিলেন লারিসা।
গত বছর থেকেই গুঞ্জন চলছিল যে, লারিসা বনেসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আরিয়ানের। তাঁদের একাধিক পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে, এমনকি ব্যক্তিগত সফরেও তাঁরা ছিলেন একসঙ্গে। যদিও কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
লারিসা, যিনি ব্রাজিলের নাগরিক হলেও বহু বছর ধরে ভারতে মডেলিং ও অভিনয় জগতে কাজ করছেন, একাধিক বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে মুখ হিসেবে দেখা গিয়েছে তাঁকে।
গত বছরই লারিসা তাঁর মায়ের জন্মদিনে প্রাপ্ত এক মূল্যবান উপহারের ছবি শেয়ার করেন, তবে কে সেই উপহার দিয়েছিলেন, তা জানাননি। বলিপাড়ার গুঞ্জন ছিল, ওই বিশেষ উপহার দিয়েছিলেন আরিয়ান খান নিজেই।
এখনও পর্যন্ত আরিয়ান বা লারিসার পক্ষ থেকে তাঁদের সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে লারিসার সাম্প্রতিক পোস্ট বলিউডের অন্দরমহলে নতুন আলোচনা উস্কে দিয়েছে। এখন দেখার বিষয়, তাঁরা এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেন কি না!