প্রিয়ঙ্কার স্বামী নির্বাচনের পাঁচ শর্ত: কেন নিককেই বেছে নিলেন তিনি?

Date: 2025-02-05
news-banner
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া কর্মজীবনে যেমন সফল, তেমনই ব্যক্তিগত জীবনেও সুখী। মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করে ক্যালিফোর্নিয়ায় গড়ে তুলেছেন নিজের সংসার। তাঁদের কন্যাসন্তানও রয়েছে। দেশ-বিদেশের বহু মানুষ তাঁকে সম্মান করেন, কিন্তু বলিউডে এখনও শোনা যায় তাঁর অতীত সম্পর্কের নানা গুঞ্জন।
প্রিয়ঙ্কার নাম একাধিক বলিউড অভিনেতার সঙ্গে জড়িয়েছে, যেখানে অক্ষয় কুমার, শাহরুখ খান ও শাহিদ কাপূরের মতো খ্যাতনামী বিবাহিত পুরুষদের নামও রয়েছে। এসব সম্পর্কে প্রিয়ঙ্কা নাকি মনপ্রাণ ঢেলে দিয়েছিলেন, কিন্তু যথাযথ সম্মান পাননি। প্রেমের সম্পর্কে বারবার কষ্ট পাওয়ার পর তিনি যখন নিককে স্বামী হিসাবে নির্বাচন করেন, তখন কিছু বিশেষ বিষয় মাথায় রেখেছিলেন। সম্প্রতি মুম্বইয়ে ভাইয়ের বিয়েতে যোগ দিতে এসে তিনি জানিয়েছেন, কী কী গুণ দেখে নিককে বেছে নিয়েছিলেন।
প্রিয়ঙ্কা বলেন, "প্রথমত, আমি দেখেছি মানুষটা সৎ কি না! কারণ জীবনে সম্পর্কের ক্ষেত্রে অনেক কষ্ট পেয়েছি। দ্বিতীয়ত, মানুষটা পরিবারকে সময় দেয় কি না, সেটাও গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে। তৃতীয়ত, আমার পেশাকে সম্মান করে কি না, কারণ আমি আমার কর্মজীবন নিয়ে খুবই সিরিয়াস। চতুর্থত, আমি সব সময় এমন একজনকে চেয়েছি যে সৃষ্টিশীল হবে এবং জীবনে আমার সঙ্গে বড় কিছু করার লক্ষ্য থাকবে।"
সবশেষে তিনি বলেন, "আমার সঙ্গীকে উচ্চাকাঙ্খী হতে হবে আমার মতো। নিকের মধ্যে এই পাঁচটি গুণ থাকায় আমি তাঁকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিই।"
প্রিয়ঙ্কার এই শর্তগুলো যে তাঁকে সফল দাম্পত্য জীবনের দিকে এগিয়ে নিয়ে গেছে, তা বলাই বাহুল্য।

Leave Your Comments