দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু কি নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন? বিনোদন দুনিয়ায় এখন জোর গুঞ্জন—প্রাক্তন স্বামী নাগা চৈতন্যকে ভুলে তিনি নতুন করে ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছেন। আর সেই বিশেষ ব্যক্তি হলেন পরিচালক রাজ নিদিমোরু!
২০১৫ সালে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। ২০১৭ সালে বিয়ে হলেও চার বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। সামান্থা স্পষ্ট জানিয়েছিলেন, বিচ্ছেদের পর আপাতত মনের দরজা বন্ধ রেখেছেন।
অন্যদিকে, নাগা চৈতন্য ২০২৩ সালে নতুন করে ঘর বাঁধেন অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে। তবে প্রাক্তন স্বামীর নতুন জীবন নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি সামান্থা। তবে বিভিন্ন সাক্ষাৎকারে তাঁর মন খারাপের ছাপ বারবার ধরা পড়ে। কখনও সহ-অভিনেতার পরিবারের প্রসঙ্গে কথা বলার সময় চোখে জল এসে যায়, কখনও আবার মা হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে আবেগপ্রবণ হয়ে পড়েন।
তবে ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছেন সামান্থা। এবার বিনোদন অঙ্গনে কান পাতলে শোনা যাচ্ছে, তিনি নাকি ফের প্রেমে পড়েছেন! আর সেই বিশেষ ব্যক্তির নাম রাজ নিদিমোরু, যিনি ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল: হানি-বানি’র পরিচালক।
গুঞ্জনের সূত্রপাত সামান্থার সাম্প্রতিক কিছু ছবিকে কেন্দ্র করে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কয়েকটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, ওয়ার্ল্ড পিকলবল লিগ ম্যাচে রাজ নিদিমোরুর সঙ্গে হাজির হয়েছেন তিনি।
শুধু তাই নয়, দুজনের পোশাকেও ছিল একই রঙের ছোঁয়া। বিনোদন দুনিয়ার খবর, এটাই প্রথম নয়—এর আগেও তাদের একাধিকবার কফি শপ ও রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গেছে।
তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি সামান্থা বা রাজ নিদিমোরু। নেটদুনিয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে তুমুল আলোচনা চললেও কেউই বিষয়টি নিয়ে মন্তব্য করেননি।
প্রশ্ন থেকেই যাচ্ছে—তবে কি সত্যিই রাজ নিদিমোরুর সঙ্গেই নতুন সম্পর্কে জড়িয়েছেন সামান্থা? নাকি তারা শুধুই ভালো বন্ধু? উত্তর সময়ই দেবে!