কন্যাসন্তানের মা হলেন কোয়েল মল্লিক, পরিবারে খুশির জোয়ার

Date: 2024-12-14
news-banner

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক কন্যাসন্তানের মা হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সকালেই মল্লিক-রানে পরিবারে নতুন অতিথির আগমন ঘটে। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

সন্তান জন্মের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করেন কোয়েল। তিনি লেখেন, “আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।” এই পোস্ট প্রকাশের পরপরই তার ভক্ত ও অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন। অভিনেতা-অভিনেত্রীসহ শোবিজের অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে দুর্গাপূজার সময় কোয়েল তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেছিলেন। সেই থেকেই মল্লিক-রানে পরিবারে ছিল অধীর অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল, কোয়েলের কোলে এলো এক ফুটফুটে কন্যা সন্তান।

কোয়েলের মা হওয়ার খবরটি তার ভক্তদের মধ্যেও আনন্দের জোয়ার তুলেছে। নতুন অতিথির আগমনে মল্লিক পরিবারে খুশির আমেজ বিরাজ করছে। কোয়েল ও সদ্যোজাত শিশুর সুস্থতা কামনা করেছেন তার অনুরাগীরা।

Leave Your Comments