আরিয়ান খান ও ব্রাজিলীয় মডেল লারিসা বোনেসির সম্পর্ক নিয়ে নতুন জল্পনা

Date: 2025-01-02
news-banner

বলিউডের বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান সবসময়ই খবরের শিরোনামে থাকেন। কখনও নোরা ফতেহি, কখনও অনন্যা পাণ্ডের সঙ্গে নাম জড়ালেও এবার তার ব্যক্তিগত জীবনে নতুন এক গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। ব্রাজিলীয় মডেল লারিসা বোনেসির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বলিপাড়ায় দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।

বর্ষবরণের রাতে সেই সম্পর্কের জল্পনা আরও জোরালো হলো। মুম্বাই শহরের এক নৈশ পার্টিতে আরিয়ানের নিজের বিপণন সংস্থার আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লারিসা। যদিও তাঁরা একসঙ্গে পার্টিতে প্রবেশ করেননি বা ক্যামেরার সামনে আসেননি, তবু তাদের উপস্থিতি নজর এড়ায়নি ছবিশিকারিদের।

পার্টিতে আরিয়ানকে দেখা যায় সাদা টি-শার্ট, কালো প্যান্ট, ও লেয়ার্ড জ্যাকেটে। অন্যদিকে, লারিসা বেছে নিয়েছিলেন গোলাপি রঙের ঝলমলে পোশাক। মধ্যরাতে পার্টি থেকে বেরোনোর সময় আরিয়ানের চেহারা ও হাঁটার ভঙ্গিমা দেখে বোঝা যায়, তিনি আকণ্ঠ মদ্যপান করেছেন। তাঁর পা ফেলায় অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। নিরাপত্তারক্ষীদের সহায়তায় তিনি গাড়ি পর্যন্ত পৌঁছান।

লারিসা বলিউডের কয়েকটি ছবিতে কাজ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘গো গোয়া গন’ এবং ‘ঠিক্কা’

অন্যদিকে, আরিয়ান খান ক্যামেরার পিছনে কাজ করতেই আগ্রহী। খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে তাঁর পরিচালিত একটি ছবি মুক্তি পেতে চলেছে, যার প্রযোজক তাঁর মা গৌরী খান।

যদিও আরিয়ান বা লারিসা কেউই তাঁদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে তাঁদের সাম্প্রতিক কার্যকলাপ এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। বলিপাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে এখন নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave Your Comments