আজ, ১ জানুয়ারি, ভারতের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের জন্মদিন। ১৯৭৮ সালে কেরালার পালক্কাদ জেলার পুথামকুরুসি গ্রামে জন্মগ্রহণ করা বিদ্যা বালান বলিউড চলচ্চিত্র শিল্পের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। নিজের অভিনয় দক্ষতা ও ক্যারিশমা দিয়ে তিনি উপমহাদেশজুড়ে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।
বিদ্যা বালান তার কর্মজীবনে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। তার ঝুলিতে রয়েছে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার এবং পাঁচটি স্ক্রিন পুরস্কার। ২০১৪ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে ভূষিত করে, যা তার শিল্পীসত্তার স্বীকৃতি।
বিদ্যার চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল ২০০৩ সালে বাংলা চলচ্চিত্র "ভাল থেকো" দিয়ে। বলিউডে তার প্রথম বড় কাজ ছিল ২০০৫ সালে "পরিণীতা"। এরপর "লাগে রাহো মুন্না ভাই", "পা", "ইশ্কিয়া", "দ্য ডার্টি পিকচার", এবং "কাহানি"-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজের অবস্থান সুদৃঢ় করেন। তার অভিনীত চরিত্রগুলো নারী শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।
বিদ্যা বালান তার অভিনয় জীবনের পাশাপাশি মানবকল্যাণমূলক কাজেও যুক্ত রয়েছেন। তিনি নারীদের ক্ষমতায়ন ও শিক্ষার পক্ষে কাজ করেছেন এবং নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর প্রচেষ্টায় নিজের জীবন উৎসর্গ করেছেন।
বিদ্যা বালানের জন্মদিনে তার ভক্ত ও অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন। তার অনবদ্য প্রতিভা ও অঙ্গীকার ভবিষ্যতেও ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আলোকিত করবে—এমনটাই প্রত্যাশা সবার।
শুভ জন্মদিন, বিদ্যা বালান!