গার্মেন্টস ব্যবসায় ওয়ার্ক অর্ডারের বিপরীতে বিল পরিশোধ না করায় প্রতারণার অভিযোগে চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলসহ ছয় আসামির বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।
প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ সমন জারি করেন। তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ পরিদর্শক তাপস চন্দ্র পণ্ডিত।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শাফিল নাওয়াজ চৌধুরী নামে এক ব্যবসায়ী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। অভিযোগ করা হয়, গার্মেন্টস ব্যবসায় ওয়ার্ক অর্ডারের বিপরীতে প্রায় ২৯,৩০০ ডলার পরিশোধ না করে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে।
অনন্ত জলিলের পাশাপাশি মামলার অন্য আসামিরা হলেন তার মালিকানাধীন পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রির এমডি ও তার স্ত্রী জাহানারা বেগম, এবং কোম্পানির কর্মরত অন্যান্য ব্যক্তি—মো. শরীফ হোসেন, সাইকুল ইসলাম, মো. মিলন, ও সাইদুল ইসলাম।
পিবিআই-এর তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এই প্রেক্ষিতেই আদালত আসামিদের হাজির হতে সমন জারি করেছেন।
এ ঘটনায় অনন্ত জলিল কিংবা তার কোম্পানির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হবে আসামিদের আদালতে হাজির হওয়ার পর।