অভিনয়ের ২৪ বছর পরও অডিশন দিচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়: অধ্যবসায়ই তাঁর সাফল্যের মন্ত্র

Date: 2024-12-30
news-banner

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শক্তিশালী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। তবে এত অভিজ্ঞতা সত্ত্বেও আজও তিনি কাজের জন্য অডিশন দেন। সম্প্রতি, সামাজিক মাধ্যমে তিনি নিজেই এই তথ্য শেয়ার করেছেন।

সম্প্রতি গুজরাতের কচ্ছে তৈরি নীল ভুজোড়ি কালাকটন শাড়ি, ধূসর রঙের ব্লাউজ, কোঁকড়া চুলে রুপোলি আভা, মুখে হালকা প্রসাধনী, নাকছাবি, আর কপালে লাল টিপ পরে মুম্বইয়ের একটি অডিশনে গিয়েছিলেন স্বস্তিকা। তাঁর নিজের প্রসাধনী ও শাড়ি পরার দক্ষতার জন্য মা’কে ধন্যবাদ জানিয়ে স্বস্তিকা লেখেন, “২৪ বছর কাজ করার পরে এখনও অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। মাত্র এক মিনিটে শাড়ি পরার কৌশল শেখানোর জন্য মাকে ধন্যবাদ।”

স্বস্তিকার কথায়, মুম্বই শহর অভিনয়ের জন্য প্রতিভার পাশাপাশি মাটিতে পা রাখার শিক্ষা দেয়। তিনি জানান, “এই শহর প্রত্যেক অভিনেতাকে তাঁদের ফাঁপা অহঙ্কার (ইগো) ছেড়ে আসতে বাধ্য করে। ভাল কাজ ও চরিত্রে সুযোগ পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। সাফল্যের সঙ্গে সেই কাজ সম্পন্ন করলে উজ্জ্বল তারার মতো চমকানো সম্ভব।”

স্বস্তিকা আরও বলেন, “মাত্র ২০-২১ বছর বয়সে কাজ শুরু করেছিলাম। আজ ৪৪ বছর বয়সে অন্য শহরে কাজ করার চেষ্টা করছি। মুম্বই এখন আমার ঘরের মতো হয়ে গিয়েছে। অধ্যবসায় আমার প্রিয় শব্দ।”

স্বস্তিকাকে শেষ দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘টেক্কা’ ছবিতে। তাঁর অভিনয় দক্ষতা এবং অধ্যবসায়ের গল্প টলিউড ও বলিউডের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস।

এই গল্প শুধু স্বস্তিকার নয়, বরং প্রতিটি অভিনেতার যাঁরা সাফল্যের শীর্ষে পৌঁছাতে অক্লান্ত পরিশ্রম করেন।

Leave Your Comments