বচ্চন পরিবারের সম্পর্কের টানাপোড়েন নিয়ে ফের বিতর্ক: ঐশ্বরিয়া রাই কি দূরে সরে যাচ্ছেন?

Date: 2024-12-30
news-banner

বলিউডের অন্যতম আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে বিনোদন দুনিয়ায় ফের শুরু হয়েছে নতুন করে আলোচনা। সম্প্রতি বচ্চন পরিবারের একটি বিবাহ অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং অভিষেক বচ্চনকে একসঙ্গে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন ঐশ্বরিয়া রাই। এই ঘটনা তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

রবিবার এক ঘনিষ্ঠ বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের বেশ কয়েকজন সদস্যকে দেখা যায়। বর-বধূর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন অমিতাভ, জয়া ও অভিষেক। তবে সেই ছবিতে কোথাও দেখা যায়নি ঐশ্বরিয়াকে। তিনি আদৌ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

এ ঘটনা নতুন নয়। গত জুলাই মাসে অম্বানী পরিবারের আয়োজিত এক অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বরিয়া আলাদা আলাদা সময়ে উপস্থিত হন। এ নিয়ে তাঁদের বিচ্ছেদের জল্পনা শুরু হয়। নভেম্বরে ঐশ্বরিয়ার জন্মদিন এবং ডিসেম্বরে মেয়ে আরাধ্যার জন্মদিনে বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনও শুভেচ্ছা জানানো হয়নি বলেও আলোচনা হয়।

বচ্চন পরিবারের ভিতরে দ্বন্দ্বের কারণ হিসেবে অনেকেই দাবি করছেন, জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্কের অবনতিই মূল কারণ। বিভিন্ন অনুষ্ঠানে এই শাশুড়ি-বউমার একসঙ্গে অনুপস্থিতি এ জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে।

এদিকে, অভিষেক বচ্চনের নাম তাঁর ‘দসভি’ ছবির সহ-অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে জড়ানোর গুঞ্জন দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতির ইঙ্গিত দেয়। তবে এই গুঞ্জন সম্পর্কে দু’জনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি আরাধ্যার ১৩তম জন্মদিনে অভিষেক-ঐশ্বরিয়া একসঙ্গে উদ্‌যাপন করেছেন বলে জানা গেছে। তবে এর আগে তাঁদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে যে গুঞ্জন রটে গিয়েছিল, সেটি এখনো বিনোদন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বচ্চন পরিবার ও দম্পতির অনুরাগীরা এ সম্পর্কের সমীকরণ নিয়ে বিভ্রান্ত। অনেকেই আশাবাদী, এটি হয়তো সাময়িক সমস্যা। তবে কিছু ভক্ত শঙ্কিত যে, তাঁদের প্রিয় দম্পতির সম্পর্ক হয়তো ভাঙনের পথে।

অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্কের প্রকৃত অবস্থা সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে তাঁদের অনুরাগীরা আশা করছেন, সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে তাঁরা ফের পুরনো মধুর সম্পর্কের দিকে ফিরে যাবেন।


Leave Your Comments