বলিউডের বিতর্কিত অধ্যায়: সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম, তিক্ততা ও বিচ্ছেদ

Date: 2024-12-30
news-banner

বলিউডে অন্যতম চর্চিত সম্পর্কগুলির মধ্যে একটি হলো সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম ও বিচ্ছেদ। নব্বইয়ের দশকের শেষের দিকে শুরু হওয়া এই সম্পর্ক প্রথমে আলোচনায় ছিল ভালোবাসার রসায়নের জন্য, কিন্তু কিছু বছর পর তা পরিণত হয় বিতর্ক ও তিক্ততায়। তাঁদের বিচ্ছেদের গল্প আজও বলিউডের ইতিহাসে অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে।

সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রথম সাক্ষাৎ হয় ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বনশালির সিনেমা হাম দিল দে চুকে সনম-এর শুটিং সেটে। রিল লাইফের রোমান্স বাস্তব জীবনেও রূপ নেয়। দু’জনের সম্পর্ক সে সময় সংবাদমাধ্যম ও বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

তবে মাত্র চার বছরের মধ্যেই এই সম্পর্ক ভেঙে যায়। ২০০২ সালে ঐশ্বরিয়া প্রথম তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। তিনি অভিযোগ করেন, সালমান তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। ঐশ্বরিয়া বলেন, "বিচ্ছেদের পরেও সে আমাকে বিরক্ত করত। শারীরিক অত্যাচারও করেছে। তবুও আমাকে কাজ করতে যেতে হতো, যেন কিছুই ঘটেনি।"

বিচ্ছেদের পর সালমানের আচরণ নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টি হয়। এক রাতে সালমান খান ঐশ্বরিয়ার গোরখ হিল টাওয়ারের ফ্ল্যাটে মদ্যপ অবস্থায় উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, রাত তিনটায় সালমান ঐশ্বরিয়ার ফ্ল্যাটে ঢোকার জন্য জোরাজুরি করেন। প্রথমে ঐশ্বরিয়া দরজা খোলেননি। এরপর সালমান ১৭ তলা থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেন। এ ঘটনার জেরে বিল্ডিংয়ে হট্টগোল শুরু হয়।

বছর কয়েক পর এক সাক্ষাৎকারে সালমান খান এই ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তিনি বলেন, "যা রটেছে, তার কিছু সত্য, আবার কিছু অতিরঞ্জিত। হ্যাঁ, আমি ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক রাখতাম। সম্পর্কে ঝামেলা না হলে, সেটি ভালোবাসার সম্পর্কই নয়।" সালমান আরও জানান, পুলিশ তাঁকে ঐশ্বরিয়ার ফ্ল্যাটের সামনে যাওয়ার বিষয়ে নিষেধ করেছিল।

সালমান ও ঐশ্বরিয়ার প্রেম মাত্র চার বছর স্থায়ী ছিল। তাঁদের বিচ্ছেদ বলিউডে দীর্ঘদিন আলোচিত ছিল। বিচ্ছেদের পর সালমান কোনো দিন ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারেননি। তাঁরা একসঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি এবং কোনো সামাজিক অনুষ্ঠানে দেখা হলেও কথাবার্তা বলেন না।

বিচ্ছেদের প্রায় দুই দশক পেরিয়ে গেলেও সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্কের গল্প বলিউডের ইতিহাসে অন্যতম বিতর্কিত ও চর্চিত ঘটনা। সালমান তাঁর ক্যারিয়ার ধরে রেখেছেন বলিউডের ‘ভাইজান’ হিসেবে, অন্যদিকে ঐশ্বরিয়া এখন সুখী পরিবারে সময় কাটাচ্ছেন অভিষেক বচ্চনের সঙ্গে। তবু তাঁদের এই সম্পর্কের স্মৃতি বলিউডপ্রেমীদের মনে আজও তাজা।

Leave Your Comments