মালাইকার জীবনে নতুন সম্পর্কের গুঞ্জন, রাহুল বিজয়ের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরাল

Date: 2024-12-11
news-banner

বলিউডে গুঞ্জন উঠেছে, মালাইকা অরোরার জীবনে এসেছে নতুন পুরুষ। সম্প্রতি মুম্বাইয়ে ইন্দো-কানাডিয়ান শিল্পী এপি ঢিলোঁর সঙ্গীতানুষ্ঠানে মালাইকার সঙ্গে এক রহস্যময় যুবককে দেখা যায়। মঞ্চে মালাইকা যখন পারফর্ম করছিলেন, তখন ওই যুবক তার ব্যাগ ঠিক করছিলেন। পরবর্তী সময়ে তাঁদের একসঙ্গে ছবি ভাইরাল হলে শুরু হয় জল্পনা।

জানা গেছে, ওই যুবক হলেন রাহুল বিজয়, যিনি পেশায় স্টাইলিস্ট এবং মালাইকার ছেলে আরহান খানের ঘনিষ্ঠ বন্ধু। অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে মালাইকাকে একাধিকবার রাহুলের সঙ্গে দেখা গেছে।

সম্প্রতি মালাইকা সামাজিক মাধ্যমে রাহুলের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন, যা ঝড়ের গতিতে ভাইরাল হয়। বলিউডের অন্দরে কানাঘুষা শুরু হলেও মালাইকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রাহুলের সঙ্গে তার কোনো রোমান্টিক সম্পর্ক নেই। মালাইকা এখন তার ‘সিঙ্গলহুড’ উপভোগ করছেন এবং বিভিন্ন সময় হেঁয়ালিপূর্ণ পোস্ট দিচ্ছেন।

তবে এই গুঞ্জন নিয়ে মালাইকা বা রাহুল সরাসরি কোনো মন্তব্য করেননি। মালাইকার জীবনে সত্যিই নতুন সম্পর্কের সূচনা হয়েছে কি না, তা সময়ই বলে দেবে।

Leave Your Comments