সেনাবাহিনীর পর এবার বিমান ও নৌবাহিনী কর্মকর্তাদেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান

Date: 2024-09-30
news-banner

সরকার এবার সেনাবাহিনীর পর বিমান ও নৌবাহিনীর কর্মকর্তাদেরও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রুর সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার) কর্মকর্তাদের রাজধানী ঢাকাসহ সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারায় এসব কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এ ক্ষমতার আওতায় তারা ফৌজদারি দণ্ডবিধির বিভিন্ন ধারায় সংঘটিত অপরাধের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

এ ক্ষমতা প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে, ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

এই সিদ্ধান্তের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সব শাখার কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।


Leave Your Comments