বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামী প্রতিনিধিদের বৈঠক

Date: 2024-10-05
news-banner
ঢাকা, ৫ অক্টোবর ২০২৪: বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল আজ বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে। বৈঠকটি অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তৃতীয় দফার আলোচনার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার নিয়ে মতবিনিময় হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানান, আলোচনার মূল এজেন্ডা হবে ছয়টি কমিশনের কাজের অগ্রগতি, যা দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সংস্কারের জন্য গঠিত হয়েছে। এই বৈঠকে কমিশনের অগ্রগতি সম্পর্কে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের অবহিত করা হবে এবং তাদের মতামত ও পরামর্শ নেওয়া হবে।

প্রেসসচিব আরও জানান, ২ থেকে ৩ দিনের মধ্যে এই কমিশনগুলোর সম্পূর্ণ কাঠামো চূড়ান্ত করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর পরামর্শ গ্রহণ করা হবে।

Leave Your Comments