বিদ্যুৎস্পৃষ্ট মা ও মেয়ের মৃত্যু

Date: 2024-09-25
news-banner

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার কাচারপুর পূর্বপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা আরজিনা খাতুন (৪৫) ও তার মেয়ে অরশা খাতুনের (১৩) করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অরশা খাতুন কাচারপুর দাখিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন, এবং তার মা আরজিনা খাতুন ছিলেন স্থানীয় বাসিন্দা মো. নবাব উদ্দিন খানের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বিকেলে বৃষ্টির মধ্যে গোসল করতে গিয়েছিলেন অরশা। গোসল শেষে গোয়ালঘরে যাওয়ার সময় লোহার দরজা স্পর্শ করতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে গোয়ালঘর বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। অরশা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তার মা আরজিনা খাতুন মেয়েকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়রা তাদের একনজর দেখতে নবাব উদ্দিন খানের বাড়িতে ভিড় জমায়।

নিহত অরশার বাবা নবাব উদ্দিন খান মেয়ের ও স্ত্রীর অকাল মৃত্যুর কারণে গভীর শোকে ভেঙে পড়েছেন। তিনি বলেন, "অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদরাসায় পড়াচ্ছিলাম। মেয়েটা আমার খুব মেধাবী ছিল। মেয়ের সঙ্গে আমার স্ত্রীও চলে গেল। আজকে আমার সব স্বপ্ন ভেঙে গেল। আল্লাহ যেন দুজনকে জান্নাতবাসী করেন।"

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, “প্রথমে মেয়ে বিদ্যুতায়িত হয় এবং পরে তাকে বাঁচাতে গিয়ে মা আরজিনা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি এবং বিষয়টি তদন্ত করে দেখছি।”


Leave Your Comments