বিজিবির অভিযানে ১ কোটি ৩৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
Date: 2024-10-02
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা বেশ কিছু ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি সূত্র। বুধবার (২ অক্টোবর) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সোনাটিলা ও প্রতাপপুরসহ অন্যান্য সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ৪৩ হাজার ১৫০ কেজি চিনি, ২ হাজার ৫৯২ পিস ভারতীয় ফেস ক্রিম, ১ হাজার ৪৫৮ পিস সানগ্লাস, ৫৯ পিস শাড়ি, ৭৬৬ পিস ফেস ওয়াশ, ৭৫ কেজি ইনস্ট্যান্ট চা, ১৪২ বোতল মদ এবং ৩ হাজার ৮০০ কেজি বাংলাদেশি রসুন।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্য স্থানীয় কাস্টমস বিভাগে হস্তান্তর করা হবে।
বিজিবির এমন কার্যক্রম চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more