বেসরকারি শিক্ষকদের বদলি প্রজ্ঞাপনের দাবিতে আমরণ অনশন শুরু

Date: 2024-10-09
news-banner
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদে বদলির সুযোগ দেওয়ার দাবিতে লাগাতার অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু করেন বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। ‘ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠনের ব্যানারে তাঁরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।

অনশনরত শিক্ষকরা বলছেন, ২০১০ সাল থেকে শিক্ষকদের বদলি কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও, দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে একটি নীতিমালা জারি করা হয়, যেখানে শিক্ষকদের পারস্পরিক বদলির সুযোগ দেওয়া হয়েছে। তবে এই পরিবর্তন যথাযথভাবে কার্যকর না হওয়ায় শিক্ষকদের প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না। শিক্ষকদের মতে, পারস্পরিক বদলি সুবিধা খুব কম সংখ্যক শিক্ষককে উপকৃত করবে, কারণ এই ব্যবস্থায় শুধুমাত্র উভয়পক্ষের সম্মতিতে বদলি সম্ভব। তাঁরা শূন্য পদের ভিত্তিতে বদলির সুযোগ চেয়ে আসছেন, যা কার্যকর হলে আরো বেশি শিক্ষক এই সুবিধা পাবেন।

সংগঠনের সভাপতি প্রভাষক মো. সরোয়ার বলেন, "আমরা ২০২৩ সাল থেকে বদলির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। সরকার পারস্পরিক বদলি চালু করলেও এতে এক শতাংশ শিক্ষকও উপকৃত হবেন না। শূন্য পদে বদলি চালুর দাবিতে আমরা ২৫ ও ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছি এবং ২৭ আগস্ট শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং নীতিমালা তৈরির আশ্বাস দিয়েছেন। তবে প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষকদের উদ্বেগ বেড়েছে।"

তিনি আরও বলেন, "আমাদের প্রাণের দাবি শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন দ্রুত জারি করা হোক। যতক্ষণ পর্যন্ত এই প্রজ্ঞাপন জারি না হবে, আমরা শাহবাগে অবস্থান নিয়ে আমরণ অনশন চালিয়ে যাব। প্রয়োজনে শাহবাগ থেকে যমুনা পর্যন্ত লং মার্চ কর্মসূচি পালন করা হবে।"

শিক্ষকদের এই অনশন কর্মসূচির কারণে জনমনে উদ্বেগ ও আলোচনা চলছে, এবং সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই আন্দোলন ক্রমেই ব্যাপকতা লাভ করছে।

Leave Your Comments