ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার মাঝে ‘খাদান’-এ কীর্তন গায়কের চরিত্রে যীশু সেনগুপ্ত

Date: 2024-11-16
news-banner

সম্প্রতি ব্যক্তিগত জীবনে নীলাঞ্জনার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন এবং মুম্বাইয়ের আপ্তসহায়ক শিনাল সুর্তির সঙ্গে সম্পর্কের জল্পনায় শিরোনামে আসছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। যদিও আনুষ্ঠানিকভাবে এসব নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এর মধ্যেই পেশাগত কাজে ব্যস্ত থাকায় আরও চর্চার কেন্দ্রে রয়েছেন এই টলিউড তারকা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) মুক্তি পাচ্ছে তাঁর আসন্ন সিনেমা ‘খাদান’-এর প্রথম গান ‘রাজার রাজা’, যা ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে। সিনেমাটিতে দেবের সঙ্গে জুটি বেঁধেছেন যীশু। এখানে কীর্তন গায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে। চরিত্রটি নিয়ে যীশুর সংলাপে পাওয়া যাচ্ছে ভিন্নতার আভাস।

সম্প্রতি মেদিনীপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে যীশু তাঁর চরিত্রের একটি গুরুত্বপূর্ণ সংলাপ শোনান। সংলাপটি ছিল, “শাস্ত্রে কয়েছে পুরুষ মানুষের প্রধান অস্তর ধৈর্য আর বীর্য।” সংলাপের শেষে তিনি “জয় গুরু” বলে হায়নার মতো একটি হাসি দেন। এই সংলাপ ও তাঁর চরিত্রের লুক দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে উত্তেজনা আরও বাড়িয়েছে।

যীশু-নীলাঞ্জনার সম্পর্কে দূরত্ব এখন টলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু। দম্পতি ছাদ আলাদা করলেও আনুষ্ঠানিক বিচ্ছেদ নিয়ে কোনো ঘোষণা দেননি। বর্তমানে নীলাঞ্জনা দুই মেয়ে সারা ও জ়ারাকে নিয়ে ব্যস্ত। অন্যদিকে যীশু সিনেমার শুটিং ও অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সিনেমার একটি ছবি শেয়ার করে যীশু লিখেছেন, “কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি।” এই ক্যাপশন ও তাঁর কীর্তনিয়ার লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দর্শকরা সিনেমাটি নিয়ে দারুণ আগ্রহী।

ব্যক্তিগত জীবনের নানা জল্পনার মাঝেও পেশাদার কাজের মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছেন যীশু সেনগুপ্ত। ‘খাদান’-এর মুক্তি তার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে।


Leave Your Comments