বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সাতজন শিক্ষক-কর্মচারী সাময়িক বরখাস্ত

Date: 2024-10-28
news-banner

 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়, যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী সংবাদ সম্মেলনে জানান।

আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের শিক্ষক আসাদ মন্ডলসহ সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও, দুই শিক্ষক ও ৭২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা এবং শতাধিক পলাতক কর্মচারীর ছুটি বাতিল ও বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সিন্ডিকেট সদস্য রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments