বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

Date: 2024-12-06
news-banner
বিসিএসসহ সকল সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহামুদ সজীব ভুঁইয়া।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে আসিফ মাহামুদ সজীব ভুঁইয়া লেখেন, "বিসিএস সহ সব সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।"

এই সিদ্ধান্তকে জনগণের স্বার্থে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরির আবেদন ফি নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ ছিল। অনেক চাকরিপ্রার্থী অভিযোগ করতেন, বেশি আবেদন ফি দেওয়ার কারণে তাদের উপর আর্থিক চাপ পড়ে।

নতুন এই সিদ্ধান্তের ফলে, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের চাকরিপ্রার্থীরা অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য ও কার্যকরী তারিখ শিগগিরই সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

Leave Your Comments