বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে সাধারণ মানুষ জিম্মি: সারজিস আলম

Date: 2024-11-18
news-banner

টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাজার সিন্ডিকেট এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। রোববার (১৭ নভেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।সারজিস আলম বলেন,

“বাজারে গেলে সাধারণ মানুষ তাদের চাহিদা মতো কেনাকাটা করতে পারে না। বাজার সিন্ডিকেটগুলোর হাত বদল হয়েছে, কিন্তু সাধারণ মানুষের সমস্যা থেকেই গেছে।”আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,“মানুষ বিগত ১৬ বছরে একসঙ্গে রাজপথে নেমেছে যখন তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। হাসিনার করাপ্টেড সিস্টেমগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরই মানুষ সিন্ডিকেটের জিম্মিদশা থেকে মুক্তি চাইতে পথে নেমেছিল।”তিনি আরও বলেন,“শুধু একটি নির্বাচনের জন্য নয়, মানুষ তাদের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে রাজপথে ছিল। দেশের সামগ্রিক সিস্টেমগুলোর পরিবর্তন ও সংস্কার তখন অপরিহার্য হয়ে উঠেছিল।”সারজিস আলম বলেন,“অন্তর্বর্তী সরকারের কাছে ১০০ দিনের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। তবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে এই সরকারের কাজের মান আরও উন্নত হতো। এখন সব রাজনৈতিক দলের উচিত সরকারের প্রতি সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক সানু, সময়ন্বয়ক মো. মাহিম সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন, মো. কামরুল ইসলাম এবং আল আমিন সিয়াম।

সারজিস আলমের বক্তব্য বাজার সিন্ডিকেট এবং দেশের রাজনৈতিক অবস্থার প্রতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave Your Comments