যুবদল নেতা হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন

Date: 2024-10-22
news-banner
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে যুবদল নেতা ও বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদন করেন। আদালতে এই আবেদনের ওপর শুনানি হবে বলে জানানো হয়।

এর আগে, সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হৃদয় মিয়াকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। এ ঘটনায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

তদন্তকারীরা বলছেন, ঘটনার মূল উদ্দেশ্য এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য সংগ্রহের জন্য রিমান্ড প্রয়োজন।

Leave Your Comments