ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে বিক্ষোভ ও বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দিলেও এর ব্যতিক্রম দেখিয়েছে কলকাতার বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার। এ হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসায় ১০ শতাংশ অতিরিক্ত মানবিক ছাড়ের ঘোষণা দিয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে হাসপাতালের সুপার ডা. সুশান্ত সেনগুপ্ত এবং ট্রাস্টের সম্পাদক দীপক সরকার এই ঘোষণা দেন। তারা বলেন, "চিকিৎসার জন্য ভারতে আসা রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত মানবিক ও পেশাগত নীতির পরিপন্থী। চিকিৎসা সেবা থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয়।"
হাসপাতাল কর্তৃপক্ষ উল্লেখ করেছে, বাংলাদেশের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় তারা বাংলাদেশি রোগীদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়েছে। বেহালা বালানন্দ হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুই শতাংশ রোগী বাংলাদেশি, এবং তারা অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। এ কারণেই চিকিৎসা খরচে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, চিকিৎসা সেবা মানুষকে সুস্থ করার জন্য, কোনো জাতি বা ধর্মের ভিত্তিতে তা বন্ধ করা উচিত নয়। তারা এ বিষয়টিকে মানবিক দায়িত্ব বলে অভিহিত করেছে।
এই ঘোষণাকে বাংলাদেশি রোগীদের প্রতি এক অনন্য মানবিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। যেখানে অন্যান্য হাসপাতাল বর্জনের পথ নিয়েছে, সেখানে বেহালা বালানন্দ হাসপাতালের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে সুসম্পর্কের উদাহরণ হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।