বাংলাদেশি রাইডার আবুল মনসুরের ভাগ্য বদলে দিলো ‘বিগ টিকিট’ লটারি, জিতলেন ২ কোটি দিরহাম

Date: 2024-10-04
news-banner

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি রাইডার আবুল মনসুর আব্দুল সবুরের জীবন বদলে গেলো একটি লটারির টিকিটের মাধ্যমে। ‘আবুধাবি বিগ টিকিট’ নামে লটারিতে অংশ নিয়ে তিনি জিতে নিয়েছেন বিশাল পুরস্কার— ২ কোটি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ কোটি ১০ লাখ টাকার সমান। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস এ খবর প্রকাশ করে।

৫০ বছর বয়সী আবুল মনসুর ২০০৭ সাল থেকে নিয়মিত লটারির টিকিট কিনে আসছেন, তবে এবারই প্রথমবারের মতো তার কপালে এমন বিশাল পুরস্কার জুটেছে। তার ভাগ্যবদলের যাত্রা শুরু হয় ২৭ সেপ্টেম্বর, যখন তিনি ও তার কয়েকজন বন্ধু মিলে পাঁচটি লটারির টিকিট কিনেছিলেন। সেই টিকিটগুলোর মধ্যে শুধুমাত্র তার কেনা একটি টিকিটই বিজয়ী হয়।

জয়ের খবর পেয়ে আবুল মনসুর প্রথমে বিশ্বাস করতে পারেননি। আয়োজকদের ফোনকল পাওয়ার পর তিনি তার ভাগ্যকে ধন্যবাদ জানান। লটারি জয়ের মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, "আমি অনুষ্ঠানটি লাইভ দেখছিলাম। হঠাৎ আমাদের টিকিট নম্বর ঘোষণা করা হলো, আর আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে আমি জিতে গেছি।"

লটারি থেকে প্রাপ্ত অর্থ কীভাবে ব্যবহার করবেন জানতে চাইলে আবুল মনসুর বলেন, "এই অর্থ আমি আমার পরিবারের পেছনে খরচ করবো এবং একটি ব্যবসা শুরু করে আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবো।"

তিনি আরও বলেন, "এই টিকিট কেনার জন্য আমরা সবাই মিলে টাকা জমিয়েছি। আমরা বিশ্বাস করতাম, একদিন সৌভাগ্য আমাদের দিকেও ফিরবে। আজ আমরা সবাই কোটিপতি।"

আবুধাবি বিগ টিকিট লটারি বহু বছর ধরে প্রবাসীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। প্রবাসীদের জন্য এটি তাদের স্বপ্ন পূরণের এক সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে, আর আবুল মনসুরের গল্প সেই আশার জ্বলন্ত উদাহরণ।


Leave Your Comments