বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাবনা উপস্থাপন করেছে। রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রস্তাবনাগুলি তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, যিনি স্বাগত বক্তব্যে দেশের ছাত্র জনতার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং নিহত ও আহতদের জন্য দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ।
সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রস্তাবনাগুলির মধ্যে অন্যতম ছিল নির্বাচন ও বিচার বিভাগের সংস্কার। ডা. তাহের জানান, সুপ্রিম কোর্টের অধীনে একটি আইন কমিশন গঠন করা, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ গঠন, সাইবার নিরাপত্তা আইন বাতিল, এবং সংসদে বিরোধী দলের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দের দাবি করা হয়। মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সর্বোচ্চ পাঁচ ও তিন বছরের মধ্যে মামলার সমাধান নিশ্চিত করার প্রস্তাবও দেন তিনি।
নির্বাচন সংক্রান্ত সংস্কারের প্রস্তাব হিসেবে জামায়াতে ইসলামী সংবিধানে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত করা, একদিনে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা এবং সরকারি চাকরিজীবীদের অবসরের তিন বছরের আগে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার পরামর্শ দিয়েছে। পুলিশের ধর্মীয় শিক্ষার চালু, স্বাধীন পুলিশ কমিশন গঠন, র্যাব সংস্কার এবং রিমান্ডের সময় পরিবারের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করার দাবিও উত্থাপন করা হয়।
সরকারি চাকরির ক্ষেত্রে, যোগ্যতা, দক্ষতা ও সততাকে প্রাধান্য দেওয়ার দাবি জানানো হয়েছে। প্রস্তাবনায় চাকরিতে ৩৫ বছরের বয়সসীমা দুই বছরের জন্য নির্ধারণ এবং পরবর্তীতে স্থায়ীভাবে ৩৩ বছর করার কথা বলা হয়। এছাড়াও, দুর্নীতিবাজ কর্মকর্তাদের চাকরি থেকে বহিষ্কারের দাবি তোলা হয়েছে।
সংস্কৃতির সংস্কার এবং মূর্তি নির্মাণের পরিবর্তে দেশি সংস্কৃতির বিকাশের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। পররাষ্ট্র নীতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং পূর্ববর্তী সরকারের চুক্তি রিভিউয়ের জন্য কমিশন গঠনের প্রস্তাব এসেছে। এছাড়াও বাংলাদেশকে আসিয়ান সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মধ্যে অধ্যাপক মুজিবুর রহমান, আনা ম শামসুল ইসলাম, এটিএম মাছুম, সাইফুল আলম খান মিলন, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন।