বাংলাদেশে ২০, ১০০, ৫০০ ও ১ হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত
Date: 2024-10-06
বাংলাদেশ সরকার ২০, ১০০, ৫০০ ও ১ হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন ডিজাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। প্রাথমিকভাবে এই চারটি নোটের নকশা পরিবর্তন করা হবে, এবং পরে ধাপে ধাপে সব ধরনের নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৯ সেপ্টেম্বর একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে নোটের নতুন নকশার জন্য প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, নতুন মুদ্রার নকশা প্রবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে প্রস্তাব অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।
বর্তমানে বাংলাদেশে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১ হাজার টাকার নোট প্রচলিত রয়েছে, যার প্রতিটিতে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। নতুন নকশার নোটে এই ছবি থাকবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রতি বছরই ছেঁড়া-ফাটা নোটের বিপরীতে নতুন নোট ইস্যু করা হয় এবং এবারও সেই প্রক্রিয়া চলমান রয়েছে। নোটের নকশা পরিবর্তনের বিষয়টি সময়সাপেক্ষ এবং এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে নতুন নোট ইস্যু হলে গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর যুক্ত হতে পারে।
গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, এটি বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কাজের অংশ। ছেঁড়া-ফাটা নোটের বিপরীতে প্রতি বছরই নতুন নোট ইস্যু করা হয়, এবং নতুন নোট চালু হলেও বর্তমান নোটগুলো বাজারে সচল থাকবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more