দেশের চলমান অর্থনৈতিক সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপানো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সোমবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনের শিরোনাম ছিল "বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়"।
গভর্নর বলেন, “অর্থনৈতিক সংকট কাটাতে আমরা টাকা ছাপাচ্ছি না। গত ৩ মাসে ব্যাংক থেকে টাকা ছাপিয়ে কিছু দেওয়া হয়নি এবং তা দেওয়া হবে না।” তিনি আরও জানান, ব্যাংকিং খাত থেকে গত ১৫ বছরে দুর্বৃত্তায়নের মাধ্যমে বিপুল অর্থ লুটপাট হয়েছে। তবে তিনি প্রতিশ্রুতি দেন, কোনো আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে না যায়, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।
গভর্নর বলেন, গত সপ্তাহে সার কেনার জন্য ৫ হাজার কোটি টাকার একটি বন্ড ইস্যু করা হয়েছে। এই বন্ড ইস্যুর মাধ্যমে লিকুইড মানির চাহিদা পূরণ করা হয়েছে, যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যায় এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় থাকে।
তিনি আরও বলেন, “বেক্সিমকো সচল রাখার জন্য প্রশাসক নিয়োগ করা হয়েছে। এটি বন্ধ করার উদ্দেশ্যে নয়, বরং বেতন-ভাতাসহ আর্থিক বিষয়গুলি সচল রাখতে প্রশাসক দেওয়া হয়েছে।” এ ছাড়া এক্সিম ব্যাংককেও গত মাসে এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, যাতে কোনো প্রতিষ্ঠান বন্ধ না হয়ে শ্রমিকদের কর্মস্থল সুরক্ষিত থাকে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।
এছাড়া দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, এবং সরকারি-বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিসহ প্রায় চার শতাধিক অতিথি সেমিনারে উপস্থিত ছিলেন।