মোংলায় আওয়ামী লীগের সাত নেতা-কর্মী আটক

Date: 2024-10-03
news-banner

বাগেরহাট জেলার মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাহাদুর মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মাওলা কাকন, সেলিম মাতুব্বর, আশরাফুল আলম বাবু, ইব্রাহিম শিকদার রাজন, মনিরুল ইসলাম, এবং সাবেক কাউন্সিলর শফিকুর রহমানের ছেলে যুবলীগ নেতা হুমায়ুন কবির পলাশ।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, "চাঁদাবাজি ও মারামারির মামলায় তাদের বৃহস্পতিবার ভোরে যৌথবাহিনী আটক করেছে।" স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটকের পর তাদেরকে আদালতে হাজির করা হলে, বৃহস্পতিবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযানকে স্থানীয়ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave Your Comments