ঢাকা, ১০ অক্টোবর ২০২৪: আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে সভাপতির পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাবিথ আউয়াল। তার পক্ষে আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র হাতে নেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।
নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার পর প্রথম দুই দিনে সভাপতির পদে এটি একমাত্র মনোনয়নপত্র বিক্রির ঘটনা। এছাড়া সদস্য পদের জন্য বেশ কয়েকটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানা গেছে।
মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আগামী শনিবার নির্ধারিত হয়েছে। উল্লেখ্য, বহুল প্রতীক্ষিত বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।