আবারও কোর্টরুম ড্রামায় অক্ষয় কুমার, সঙ্গে থাকছেন আর মাধবন ও অনন্যা পাণ্ডে

Date: 2024-10-19
news-banner

: পরপর বেশ কয়েকটি ছবি ফ্লপ হওয়ার পর এবার অ্যাকশন থেকে সরে এসে ভিন্ন ধরনের গল্পে মনোনিবেশ করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি করণ জোহর ঘোষণা করেছেন যে, অক্ষয় কুমারকে নিয়ে তিনি একটি নতুন কোর্টরুম ড্রামা ছবির কাজ শুরু করছেন। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন আর মাধবন এবং অনন্যা পাণ্ডে। ছবিটি পরিচালনা করবেন করণ সিং ত্যাগী।

ছবিটি তৈরি হচ্ছে ভারতের কিংবদন্তি আইনজীবী সি. শঙ্কর নায়ারের জীবনের ঘটনাকে কেন্দ্র করে। যদিও প্রযোজক করণ জোহর এখনও ছবির নাম প্রকাশ করেননি, তবে ধারণা করা হচ্ছে ছবিটির নাম রাখা হতে পারে 'শঙ্করা'। করণ সমাজমাধ্যমে লেখেন, "এটি এমন একটি গল্প, যা বহু মানুষ জানেন না এবং এমন একটি সত্যি ঘটনা যা আগে কেউ শোনেননি।" ছবিটির চিত্রনাট্য রঘু পালত এবং পুষ্পা পালতের লেখা বই 'দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার' অবলম্বনে তৈরি হয়েছে।

ছবিটি নিয়ে ইতোমধ্যে বলিউডে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অক্ষয় কুমার এবং আর মাধবনের মতো শক্তিশালী দুই অভিনেতা একসঙ্গে একই ছবিতে অভিনয় করছেন—এই খবরে ছবিপ্রেমীরা উচ্ছ্বসিত। তবে অনন্যা পাণ্ডের কাস্টিং নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, অনন্যার অভিনয় দক্ষতা এখনও এমন একটি গুরুত্বপূর্ণ পিরিয়ড ছবির জন্য যথেষ্ট নয়। এক নেটিজেন মন্তব্য করেছেন, "অক্ষয় এবং মাধবনের সঙ্গে অনন্যা, আজকালকার কাস্টিং ডিরেক্টরদের কাজ একেবারেই ফালতু!" এছাড়া কিছু নেটিজেন করণের ছবিতে অনন্যার উপস্থিতিতে স্বজনপোষণের গন্ধ পাচ্ছেন।

তবে সকল বিতর্কের মধ্যেও ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে, কারণ এর কাস্টিং এবং সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হওয়া বিষয়টি আগ্রহ বাড়িয়েছে।

Leave Your Comments