মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

Date: 2024-10-04
news-banner

 মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজাহান শেখ (৫৫) নিখোঁজের পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির নিকটে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহজাহান বীরতারা এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শাহজাহান বাড়ি থেকে বের হন। সেদিন সন্ধ্যায় স্থানীয়রা তাকে মদ্যপ অবস্থায় দেখতে পান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে স্থানীয় কাঁঠালবাড়ি মসজিদের পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

শাহজাহানের স্ত্রী শিমা বেগম জানান, "আমার স্বামী প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন। বৃহস্পতিবার রাতে আর বাড়ি ফেরেনি। আজ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, এবং মরদেহ থেকে মদের গন্ধ বের হচ্ছিল। তার কোনো শত্রু ছিল না, আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।"

শ্রীনগর থানার ওসি ইয়াসিন মুন্সি বলেন, "পরিবার জানিয়েছে, শাহজাহান দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।" ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশের প্রাথমিক ধারণা, মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে শাহজাহান শেখের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments