আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক অভিযোগ করেছেন যে, সারা দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিএনপি ও তাদের মিত্রদের চাঁদাবাজি, হত্যাকাণ্ড, লুটপাট ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের ঘটনা বেড়েই চলেছে। শুক্রবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।
নানক তার বিবৃতিতে উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর নির্মম অত্যাচার চলছে। অনেক স্থানে গলা কেটে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে লুটপাট চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করা হচ্ছে। তিনি দাবি করেন, এসব ঘটনার জন্য বিএনপি ও তাদের মিত্ররা দায়ী হলেও, প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
নানক আরও বলেন, "১৫ বছরের কিশোর থেকে ৯০ বছরের বৃদ্ধ পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মিথ্যা মামলার গ্রেপ্তার থেকে রেহাই পাচ্ছে না।" তিনি অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে অরাজকতা ও সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করেছেন। জনগণের জীবনযাত্রার মানের অবনতি ঘটেছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সরকার এর কোনো সমাধানে কাজ করছে না।
তিনি আরো বলেন, "ড. ইউনূসের অবৈধ সরকার আসন্ন দুর্গাপূজার মূর্তি ভাঙচুর করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। এ অবস্থা চলতে থাকলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি হুমকির মুখে পড়বে।"
আওয়ামী লীগের এই নেতা বলেন, "যারা এই নৃশংসতায় মদদ দিচ্ছে, তাদের বিচার বাংলার মাটিতে একদিন হবেই।"
নানক তার বিবৃতিতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি জানিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।