শেখ হাসিনাবিহীন বাংলাদেশে আওয়ামী লীগবিহীন দেশ চাইলেন মির্জা আব্বাস

Date: 2024-10-28
news-banner

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দীর্ঘ লড়াই ও কষ্টের পর তারা শেখ হাসিনাবিহীন বাংলাদেশ অর্জন করেছেন। এখন তারা চান আওয়ামী লীগকেও বাংলাদেশ থেকে বিদায় করতে। তিনি বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না এবং তাদের প্রভাব দেশের রাজনীতি, প্রশাসন ও সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মির্জা আব্বাস।

সভায় আব্বাস আরও বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীকে ঐক্যবদ্ধ হতে হবে। বিগত সময়ে তাদের যৌথ সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ভবিষ্যতে আওয়ামী লীগবিহীন বাংলাদেশ গঠনে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, "৮০ বছর পর হলেও এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে।"

Leave Your Comments