আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হাইকোর্টে নতুন রিট

Date: 2024-10-28
news-banner
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। সোমবার (২৮ অক্টোবর) এ রিট দায়ের করা হয়, যার মাধ্যমে দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম।

তিনি জানান, আওয়ামী লীগ যেন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেজন্য এই রিটটি করা হয়েছে। এই রিটের শুনানি বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে হতে পারে বলে জানা গেছে।

এর আগে, গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একই ধরনের একটি রিট করা হয়েছিল, তবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সেটি খারিজ করে দেন। উল্লেখ্য, গত ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারকে ছাত্রলীগ নিষিদ্ধ করার জন্য আলটিমেটাম দিয়েছিল, যা অনুসরণ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়।

এই রিটের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

Leave Your Comments