নেত্রকোণায় তারুণ্যের সমাবেশে নুরুল হক নুর: "আওয়ামী লীগ এখন মরা লাশ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন"

Date: 2024-11-09
news-banner

গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ আগস্টের পালিয়ে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নেত্রকোণার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুর বলেন, "আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ নাই।"

এই সমাবেশে গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতা হাসান আল মামুন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান পর্যায়ে এসেছে এবং নতুন বাংলাদেশ গড়তে চায়, যেখানে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হবে। তিনি নেত্রকোণার সন্তান হাসান আল মামুনের নেতৃত্বে ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, "এই আন্দোলনই বর্তমান ফ্যাসিবাদের পতনের বীজ বুনেছিল। এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি।"

নুর আহ্বান জানান, হাসান আল মামুনকে নেত্রকোণা-২ আসন থেকে সংসদে পাঠিয়ে দেশের অবহেলিত মানুষের জন্য কাজের সুযোগ করে দিতে।

নুরুল হক নুর বলেন, "আমাদের রাজনৈতিক মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ ও জাতির প্রশ্নে আমাদের অবস্থান অভিন্ন হওয়া উচিত।" তিনি উল্লেখ করেন, ৪২টি দল, যার মধ্যে বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদসহ অন্যান্য দল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। দেশ ও জাতির স্বার্থে সকল রাজনৈতিক দলের মধ্যে আলাপ-আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

নুরুল হক নুর অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে ফোন আলাপ ফাঁসের নাটক করে সরকারকে নাজেহাল করার চেষ্টা করছেন। তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সতর্ক করে বলেন, "আপনারা বিরোধী দলের ওপর হামলা, মামলা ও অত্যাচার করেছেন। কিন্তু এমন দিন আসবে, যখন আপনার নেত্রীও পালিয়ে যাবেন।" জনগণের কাছে ক্ষমা চাওয়ার এবং আওয়ামী লীগ ত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "রাজপথে শহীদের রক্ত এখনো শুকায়নি, জনগণের জন্য কাজের অঙ্গীকার করুন।"

নুর বলেন, "আমরা গ্রাম-শহরে কোথাও হানাহানি চাই না। শেখ হাসিনার পতন হয়েছে, এবং আমরা সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই। সহনশীল, সম্প্রীতিময় ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ আমাদের লক্ষ্য।" তিনি অনুরোধ করেন, ঢালাওভাবে কাউকে মামলা দিয়ে হয়রানি বা জুলুম করা থেকে বিরত থাকতে, যেটা আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে করে আসছে।

এই সমাবেশে নুরুল হক নুর এবং অন্যান্য নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দেন, যেখানে গণতন্ত্র ও জনগণের অধিকার সবার আগে থাকবে।

Leave Your Comments