বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, সব প্রতিষ্ঠান সংস্কার করে তারপর নির্বাচন করব—এমনটি ভাবা যৌক্তিক নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা একবার করে বন্ধ করে রাখা সম্ভব নয়। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় খুলনার শহীদ হাদিস পার্কে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত তিন দিনের কর্মসূচির শেষ দিনের সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশে সুষ্ঠু নির্বাচন হতে হবে, এবং নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। দেশের ১৮ কোটি মানুষ এটাই চায়। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং জনগণের জন্যই বিএনপি রাজনীতি করে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করেছিল। ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে সিপাহী-জনতা গণতন্ত্র ফিরিয়ে আনে। জিয়াউর রহমান দেশের মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা দিয়েছিলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের ব্যর্থতার দায় ছাত্র-জনতার ওপরও বর্তায়। এ কারণে দেশের সমস্যাগুলো সমাধানে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের দীর্ঘসূত্রতাকে ভালোভাবে নিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং পরিচালনা করেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এছাড়া বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, কেন্দ্রীয় সদস্য খান রবিউল ইসলাম রবি, অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, সাংবাদিক রাশিদুল ইসলামসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ।