অভিষেকের জন্য কর্মজীবনে ত্যাগ স্বীকার করেছেন ঐশ্বর্যা, দাম্পত্যে ফাটলের গুঞ্জন আরও জোরালো

Date: 2024-11-04
news-banner

অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা ক্রমশই ঘনীভূত হচ্ছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ঐশ্বর্যার একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই ধারণা করছেন, স্বামী এবং সংসারের প্রতি দায়িত্বশীলতা বজায় রাখতে গিয়ে নিজের ক্যারিয়ার থেকে দূরে সরে গিয়েছেন ঐশ্বর্যা।

ওই সাক্ষাৎকারে ঐশ্বর্যা বলেন, শাহরুখ খান অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তার জন্য একটি মজার চরিত্র হতে পারত। তবে তার চরিত্রটি অভিষেকের বিপরীতে ছিল না বলে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। ঐশ্বর্যার মন্তব্য থেকে নেটিজেনরা মনে করছেন, অভিষেকের প্রতি শ্রদ্ধা এবং সম্পর্কের গুরুত্ব বজায় রাখতেই তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন।

শোনা যায়, ঐশ্বর্যার চরিত্রটি মূল নায়ক শাহরুখের বিপরীতে ছিল, যার সঙ্গী চরিত্রে ছিলেন অভিষেক। অনেকের মতে, অভিষেকের সামনে শাহরুখের নায়িকা হিসেবে কাজ করতে চাননি ঐশ্বর্যা। যদিও ‘ধুম’ ছবিতে তিনি হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয় করেছিলেন, যেখানে অভিষেকও প্রধান চরিত্রে ছিলেন। কিন্তু সেই সিনেমায় প্রধান নায়ক ছিলেন অভিষেকই, তাই সেখানে তেমন ‘ইগো’ সমস্যা হয়নি বলে ধারণা করা হয়।

সম্প্রতি অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে অভিষেক ও ঐশ্বর্যাকে আলাদা আলাদা প্রবেশ করতে দেখা যায়, যা নিয়ে দাম্পত্যে দূরত্বের গুঞ্জন আরও বাড়ে। পাশাপাশি, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতা নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই মনে করছেন, এই কারণেই ঐশ্বর্যা এবং অভিষেকের সম্পর্কের ফাটল আরও তীব্র হয়েছে।

Leave Your Comments