১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ ১৫ অক্টোবরের মধ্যে হতে পারে: এনটিআরসিএ

Date: 2024-09-30
news-banner

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক আলাপচারিতায় এনটিআরসিএ’র সচিব এ এম এম রিজওয়ানুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, "প্রধান পরীক্ষকরা ইতোমধ্যে পরীক্ষার খাতা জমা দিতে শুরু করেছেন। যদি তারা যথাসময়ে খাতা জমা দেন, তাহলে অক্টোবরের প্রথমার্ধেই অর্থাৎ ১৫ অক্টোবরের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে। তবে খাতা জমা দিতে দেরি হলে ফল প্রকাশ দুই থেকে তিনদিন পেছাতে পারে।"

ফল প্রকাশের বিষয়ে সচিব আরও বলেন, "ফলাফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে আগামী সপ্তাহে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো যাবে। তাড়াহুড়ো না করে সঠিক সময়ে দ্রুত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে আমরা মৌখিক পরীক্ষা শুরু করতে চাই।"

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষা দিতে হবে।


Leave Your Comments