আশ্বিনের মাঝামাঝিতে ভারি বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমছে, ভূমিধসের আশঙ্কা

Date: 2024-10-01
news-banner

আশ্বিনের মাঝামাঝিতে ফের ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমিয়ে অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি আনতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, দেশের পূর্বাঞ্চল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত চলতি সপ্তাহে বরিশাল ও ঢাকাসহ দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়বে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, আর মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের নদীগুলোর পানি বাড়তে পারে, তবে আপাতত বন্যার আশঙ্কা নেই। সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীর পানির স্তর বাড়লেও বিপৎসীমার নিচে থাকবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম বিভাগের গোমতী ও হালদা নদীর পানি বাড়লেও সেগুলোও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে।

এছাড়া, রাজশাহী, রংপুর, এবং গঙ্গা-পদ্মা নদীর পানির স্তর স্থিতিশীল থাকলেও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা দেশের বন্যা পরিস্থিতির জন্য স্বস্তির খবর।

আবহাওয়ার এই পরিবর্তনের কারণে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave Your Comments